প্রকাশিত: Wed, Dec 20, 2023 5:07 PM
আপডেট: Sat, Dec 6, 2025 12:42 PM

[১] কিশোরগঞ্জে চিতা বাঘের আক্রমনে শিশুসহ আহত ৪

 

কে এম শাকীর,কিশোরগঞ্জ (নীলফামারী) :  [] নীলফামারীর কিশোরগঞ্জে চিতা বাঘের আক্রমনে শিশুসহ ৪জন আহত হয়েছে। একজনকে আশঙ্কাজনক ভাবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[] জানা যায় ,বুধবার সকালে মাগুড়া ইউনিয়নের ক্যানেলের পাশে একটি গাছে বাঘটিকে দেখতে পায় মাঠে কাজ করা কৃষক। কৃষকের চিৎকারে এলাকার সাধারণ মানুষ চিতা বাঘকে দেখার জন্য গাছের কাছে ভীড় জমতে শুরু করে। আবার উৎসুক জনতা বাঘকে দেখার পর কেউ কেউ আবার ঢিল ছুঁড়ে মারে। স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে উপজেলা প্রশাসন বন বিভাগকে অবহিত করে। উৎসুক জনতার ভীড় দেখে বাঘটি ভয়ে গাছ থেকে লাফ দিয়ে সাধারণ মানুষকে আক্রমন করতে থাকে। বাঘের আক্রমনে মাগুড়া ইউনিয়নের আকালীবেচা পাড়া গ্রামের বুদু মিয়ার ছেলে বুলেট মিয়া মৃত মকবুল হোসেনের ছেলে ফেরদৌস আলম ছকমাল হোসেনের ছেলে নায়েব আলী মাগুড়া উত্তর পাড়া গ্রামের চাঁন মিয়ার শিশু সন্তান জান্নাতুল গুরুতর ভাবে আহত হয়। বাঘের আক্রমনে আহত ব্যক্তিদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

[] প্রতক্ষদর্শীরা জানায় সকাল ১১টায় ক্যানেল ব্রীজ সংলগ্ন গাছে একটি চিতা বাঘ দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকার লোকজন বাঘ দেখার জন্য ভীর জমায় এবং প্রশাসনের মাধ্যমে বন বিভাগকে খবর দিলে বন বিভাগ থেকে লোকজন আসার আগে বাঘটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে নেমে ওই জন ব্যক্তিকে আক্রমন করলে স্থানীয় লোকজন বাঘটিকে মেরে ফেলে। বাঘটিকে এক নজর দেখার জন্য হাজার হাজার উৎসুক জনতার ভীর জমে। রিপোর্ট লেখা পর্যন্ত শিশু জান্নাতুল মারা গেছে বলে জানা যায়।